শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতা হত্যায় তিনজনের ফাঁসি, যাবজ্জীবন ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামির ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহেনুর গতকাল এ রায় দেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন কফিল উদ্দিন, জয়নাল আবদীন ও আবদুর রহমান। যাবজ্জীবন দ- দেওয়া হয়েছে ইয়াছিন আরাফাত রাফি, জুলফিকার আলী, মোক্তার হোসেন, জালাল আহমদ ও খোরশেদ আলমকে। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের তখনকার সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।

পরে নিজ বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে আটজনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী।

সর্বশেষ খবর