শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভেড়ামারায় বাল্যবিয়ে

বরসহ তিনজনের জেল-জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিয়ের দায়ে বর গ্রামপুলিশ শিমুল (২১) ও মেয়ের বাবা সাহাবুলকে (৪৫) কারাদন্ড এবং মেয়ের চাচাকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে গতকাল ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ দন্ড দেন।

ইউএনও জানান, উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ দাগ এলাকার ১০ম শ্রেণির ছাত্রী সোনিয়াকে বিয়ে করার অপরাধে একই এলাকার বিষু প্রামাণিকের ছেলে  গ্রাম পুলিশ শিমুলকে বাল্যবিয়ে নিরোধ আইনে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া বিয়েতে সহযোগিতার অপরাধে মেয়ের বাবা সাহাবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চাচা মজিদকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিয়ের আগে তাদের দুইবার নিষেধ করা হয়েছে। এছাড়া বিয়ের দিন পুলিশ বিয়ে বন্ধ করে এসেছিল। পরবর্তীতে তারা পালিয়ে বিয়ে করে।

সর্বশেষ খবর