শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন : আইনমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একুশ বছরের কলঙ্ক যুক্ত শাসন দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এবং বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের মামলা নিষ্পত্তি করেছেন। শেখ হাসিনার হাত ধরেই আইনের শাসন এদেশের মানুষ ফিরে পেয়েছে। তিনি আইনজীবী ও বিচারকদের উদ্দেশ করে বলেন, সঠিক আইনের শাসন প্রতিষ্ঠা করে সরকারের সহযোগিতা করতে হবে। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা  আইনজীবী সমিতি লাইব্রেরির তৃতীয় তলা ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা দায়রা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

সর্বশেষ খবর