রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জলাবদ্ধতায় অনাবাদি শত বিঘা জমি

মানিকগঞ্জ প্রতিনিধি

জলাবদ্ধতায় অনাবাদি শত বিঘা জমি

খাল দখল করে স্থাপনা -বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার গজারিয়া চকের পানি সময়মতো বের হতে না পারায় অনাবাদি রয়েছে শত শত বিঘা জমি। ফলে বিপাকে পড়েছেন কৃষক। বিশাল এলাকার বর্ষার পানি নিষ্কাশনের খালটি প্রভাবশালীরা দখল করে স্থাপনা নির্মাণ করায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। জানা যায়, সময়মতো পানি বের না হওয়ায় চকের শত শত বিঘা জমিতে সরিষা চাষ করতে পারেননি কৃষক। এমনকি ইরি আবাদও ঠিক সময় করা যায় না বলে ভালো হয় না ফলন। সরিষা রোপণ ব্যাহত হওয়ায় লোকসানে পড়েছেন কৃষক। কৃষক আবদুল খালেক ও নবীন মিয়া বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাড়ে গজারিয়া চকে আমাদের জমি। প্রতি বছর বর্ষার পানি নেমে যাওয়ার পর ওই চকে সরিষা চাষ হতো। সরিষা উত্তোলনের পর আবাদ হতো ইরি ধান। দুই বছর ধরে আমরা সরিষা চাষ করতে পারি না। ধানের লোকসান সরিষায় কিছুটা লাঘব হতো। কিন্তু বর্ষার পানি বের হওয়ার একমাত্র খালটি প্রভাবশালীরা বন্ধ করে দিয়েছে। এখন আমরা কষ্টে আছি।’ ভাটবাউর এলাকার কৃষক সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত সড়ক ও জনপথ বিভাগের খাল। এ খাল দিয়ে এলাকার বর্ষার পানি বের হতো। দখলে খালটি ভরাট হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।’ মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, ‘কেউ পানিপ্রবাহে বাধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর