রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রোগীকে পানির বদলে অ্যাসিটিক অ্যাসিড পান করানোর অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিপা নামে একজনকে ওষুধ খাওয়ার জন্য পানির পরিবর্তে অ্যাসিটিক অ্যাসিড পান করানোর অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার বাদুরতলী এলাকার পুলক হাওলাদারের স্ত্রী নিপা অন্তঃসত্ত্বা। হঠাৎ রক্তক্ষরণ হওয়ায় শুক্রবার তাকে কলাপাড়া হাসপাতালের নেওয়া হয় ডিএনসি করানোর জন্য। ডিএনসি করার পর নার্স সালমা একটি ট্যাবলেট খেতে দেয় নিপাকে।

এ সময় সেখানে থাকা আয়া মাম পানির বোতলে রাখা দাহ্য পদার্থকে (অ্যাসিটিক অ্যাসিড) পানি ভেবে নিপার স্বজনদের দেয়। যা মুখে দিতেই নিপার জ্বালাপোড়া শুরু হয়। চিকিৎসক জেএইচ খান লেলিন বলেন, গাইনি ওয়ার্ডে জরায়ু ক্যান্সার শনাক্তের জন্য অ্যাসিটিক অ্যাসিড রাখা হয়। সেই অ্যাসিড অসাবধানতাবশত রোগী খেয়ে ফেলে।

সর্বশেষ খবর