রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিক্ষক সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

নওগাঁ প্রতিনিধি

শিক্ষক সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজে শিক্ষক সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসার পরও শিক্ষক না থাকায় তারা অলস সময় পার করছে। জানা গেছে, ১৯৭২ সালে স্থাপিত এই কলেজটিতে ৪৫ জন শিক্ষকের পদ রয়েছে। বর্তমানে শিক্ষক রয়েছেন ২৯ জন। কলেজটিতে অনার্স চালু রয়েছে ৬টি বিষয়ে। বিষয়গুলো হলো- বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও রসায়ন। শিক্ষক সংকট ছাড়াও এই কলেজে রয়েছে নানা ধরনের সমস্যা। কলেজে নেই কোনো ছাত্রী নিবাস। একাদশ শ্রেণির ছাত্রী শিখা রানী ও মৌসুমী জানান, কলেজে দীর্ঘদিন থেকে শিক্ষক সংকটের কারণে আমাদের ঠিকমতো ক্লাস হয় না। ছাত্রী নিবাস না থাকায় দূর থেকে আসা ছাত্রীদের বাইরে থেকে পড়াশোনা করতে হয়। এতে অনেক অসুবিধা হচ্ছে। কলেজের ছাত্র রেজুয়ান, সাজু ও আবুল কালাম জানান, কলেজের খেলার মাঠ থাকলেও সংস্কার না করায় তা খেলার অনুপযোগী হয়ে পড়েছে। কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ায় দিন-রাতে বহিরাগতরা যাতায়াত করছেন। এতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। কলেজের অধ্যক্ষ সাঈদুর রহমান জানান, বর্তমানে কলেজে ২ হাজার ৬০০ শিক্ষার্থী রয়েছে। দুই বছর ধরে ইংরেজি বিষয়ে ৪ জন শিক্ষকের বিপরীতে ১ জন এবং বাংলা বিষয়ে ৪ জনের বিপরীতে ২ জন ও আইসিটি বিষয়ে কোনো শিক্ষক না থাকায় কলেজের ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে।

সর্বশেষ খবর