রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

১০ টাকায় সারা মাস শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা

দিনাজপুর প্রতিনিধি

১০ টাকার বিনিময়ে সারা মাস শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করবে স্কুল হেলথ সার্ভিস প্রোগ্রাম। সেফ লিমিটেডের আয়োজনে বিরল উপজেলার বিরল আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গতকাল এ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেফ লিমিটেডের এমডি মো. বদিউজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন চিকিৎসক তানজিলা আক্তার তিমু ও মাহবুব আজাদ। বদিউজ্জামান বলেন, শুধু শিক্ষার্থীদের স্বাস্থ্যসবা প্রদান এবং তাদের পরিচর্যা করতে এ কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা একদিন রাষ্ট্রের কর্ণধার হবে। মাত্র ১০ টাকার বিনিময়ে সারা মাস শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান পৃথিবীতে আর কোনো দেশে আছে বলে আমার জানা নেই। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের উৎসাহ এবং সহযোগিতা ছাড়া এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়।

সর্বশেষ খবর