রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম করেছিলেন’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। ভাষার মাসে যারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিতে নিষেধ করে তাদের চিহ্নিত করে সমুচিত জবাব দিতে হবে। অমর একুশে যুগ যুগ ধরে অনুপ্রেরণার উৎস হিসেবে বাঙালি হৃদয়ে স্থান করে রেখেছে।’ খানসামা উপজেলার ফতেজংপুর ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন সুমন দাস। সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আয়ুবর রহমান শাহ, অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ। এদিন বিকালে পঞ্চগড় পাউবোর আয়োজনে খানসামা উপজেলার নরবলী বাজারে ৬৪টি জেলার ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় খানসামা উপজেলাধীন আত্রাই নদী ড্রেজিং কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন আবুল হাসান মাহমুদ আলী।

সর্বশেষ খবর