মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাঠ্যপুস্তকের চেয়েও বড় হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা : সেলিনা হোসেন

গাজীপুর প্রতিনিধি

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, পাঠ্যপুস্তকের শিক্ষার চেয়েও বড় শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি বাইরের শিক্ষা গ্রহণ করে তোমরা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে একেকজন বড় মানুষ হবে। স্কুলে যা পড়াবে, বাবা-মা যা পড়াবে তার পাশাপাশি এসব জিনিস শিখবে, একজন বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করবে, একজন রুগ্ন দরিদ্র মানুষকে সহায়তা করবে। গতকাল গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে কচি-কাঁচা একাডেমির ৩০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন কচি-কাঁচা একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

সর্বশেষ খবর