মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ইউএনও মো. তমাল হোসেন। পাশাপাশি ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না, এ মর্মে ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ইউএনও তমাল হোসেন জানান, ‘বাল্যবিয়ে ও ইভ টিজিং প্রতিরোধে করণীয়’ বিলবোর্ডে দেওয়া করপোরেট নম্বরে ওই এলাকায় বাল্যবিয়ের প্রস্তুতি চলছে বলে ফোনে জানানো হয়। শনিবার সন্ধ্যার পর ঘটনাস্থলে মহিলাবিষয়ক কর্মকর্তা ও অফিস স্টাফদের পাঠিয়ে তাৎক্ষণিক বিয়ে প- করে দেওয়া হয়।

সর্বশেষ খবর