মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অভিনব কায়দায় জমি দখলের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে আদালতের রায় পেয়েছে এমন পোস্টারিং করে অভিনব কায়দায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি আদালতের রায় না পেয়েই জমিটি দখলের চেষ্টায় এলাকায় অপপ্রচার চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার সিলমাদার গ্রামে। শিলমাদার গ্রামের আবেশ আলীর ছেলে গোলাম মোস্তফা জানান, ওই জমি নিয়ে আদালতে মামলা করেছেন তার বাবা। মামলাটি চলমান। এছাড়া জমিটি স্থানীয় মোজাহার আলী ও নুর ইসলাম বার বার দখলের চেষ্টা করলে ১৪৪ ধারায় আরও একটি মামলা করা হয়। এরপরও তারা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আগামী ১৭ মে আদালতে মামলার ধার্য তারিখ। এর আগেই জমি দখলের উদ্দেশে নুর ইসলাম কয়েকদিন আগে মামলা নম্বর, ইনজেকশন নম্বর, মিস কেচ নম্বর দিয়ে জমিটি তার পক্ষে ডিক্রি হয়েছে লিখে আবাদপুকুর বাজার, আবাদপুকুর-আদমদিঘী রাস্তার বিভিন্ন স্থানে, সিলমাদার ও বনপুকুর গ্রামে পোস্টারিং করেছেন। অভিযুক্ত নুর ইসলাম বলেন, জমিটা আমাদের পৈতৃক। আবেশ আলী কিনেছে। আমরা মামলার রায় পেয়েছি। রাণীনগর থানার ওসি জানান, এ বিষয়ে আমার জানা নেই।

 

সর্বশেষ খবর