মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
পাবনা শিল্পকলা একাডেমি ভবন

দুই দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি নির্মাণকাজ

পাবনা প্রতিনিধি

দুই দফা মেয়াদ বাড়িয়েও নির্মাণকাজ শেষ হয়নি পাবনা জেলা শিল্পকলা একাডেমি ভবনের। ২০১৭ সালের মে মাসে কাজ শুরুর পর প্রকল্প সম্পন্ন হওয়ার নির্ধারিত সময় ছিল ২০১৮ সালের জুনে। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনো ভাড়া বাড়িতে সীমিত পরিসরে চলছে একাডেমির কার্যক্রম। খুঁড়িয়ে চলছে প্রশিক্ষণ ও নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম। মিলনায়তনের অভাবে খোলা মাঠে সাংস্কৃতিক আয়োজনে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে শিল্পকলা একাডেমী ও জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো।

পাবনা গণপূর্ত বিভাগসূত্রে জানা গেছে, দরপত্র প্রক্রিয়া শেষে ২০১৭ সালের মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে জেলা শহরের কাচারিপাড়ায় চার তলা ভবনটির নির্মাণকাজ শুরু করে। নির্মাণের সময় নির্ধারণ ছিল ২০১৮ সালের জুন পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে সময় আরও এক বছর বাড়িয়ে ২০১৯ সালের জুন পর্যন্ত করা হয়। এর পরও নির্মাণ শেষ হয়নি। ফলে দ্বিতীয় দফায় আবার ২০২০ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

 

সর্বশেষ খবর