মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাসে হিজড়াদের চাঁদাবাজি

টঙ্গী প্রতিনিধি

কই ভাই টাকাটাদে, লও লও হিজড়াগো টাকাটা লও, এই দেরি করিসনা টাকা দে, ঠিক এইভাবে উচ্চস্বরে বাসে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছে একদল হিজড়া। কোন যাত্রী টাকা দিতে দেরি হলে কিংবা টাকা না দিতে চাইলে শুরু করে দুর্ব্যবহার কিংবা গায়ে হাত দেওয়া। অনেকেই সম্মানের ভয়ে মুখ খুলছেন না। আবার অনেকেই প্রতিবাদ করেন। তবে হিজড়াদে অত্যাচার থেকে রেহাই পেতে কেউ কথা বলছেন না। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় একদল হিজড়া উত্তরা আব্দুল্লাপুর এলাকায় পরিবহনবাসে যাত্রীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। টঙ্গী, কামারপাড়া, উত্তরাসহ বিভিন্ন এলাকায় পরিবহনবাসে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা। উত্তরা আব্দুল্লাপুর এলাকায় সূর্য উঠার সঙ্গে সঙ্গে একদল হিজড়া সাজগোজ করে বিভিন্ন মোড়ে দুজন কিংবা তিনজন দলবেঁধে অবস্থান নেয়। এরপর রিকশা কিংবা  বিভিন্ন পরিবহনবাসে উঠে যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করছে।

সর্বশেষ খবর