শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুই শিশুসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

দুই শিশুসহ নিহত ৮

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় রঞ্জিত কুমার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ডিএস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। রঞ্জিত উপজেলার উত্তর হলদিবাড়ী গ্রামের পবিত্র কুমারের ছেলে। টেকনাফ : কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল সকালে পর্যটকবাহী বাসের চাপায় এক শিশু গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার নাম তাসনুর সুলতানা মৌসুমী (৬)। সে দক্ষিণ হ্নীলা জাদিমোরা নয়াপাড়ার নুরুল বশরের মেয়ে ও মাদ্রাসার নুরানি বিভাগের প্রথম শ্রেণির ছাত্রী। বরিশাল : গৌরনদীতে অজ্ঞাত যানের ধাক্কায় রবিউল বেপারী (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। বরিশাল-ঢাকা মহাসড়কের কাছেমাবাদ বাসস্ট্যান্ডের পাশে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল গৌরনদীর গেরাকুল এলাকার মালেক বেপারীর ছেলে। নীলফামারী : সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের ওয়াপদায় বুধবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। মৃত আলালের (৪৭) বাড়ি সৈয়দপুর উপজেলা শহরের মিস্ত্রিপাড়ায়। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। গাজীপুর : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন সরকার (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বিলচুঙ্গী এলাকার বাসিন্দা। তিনি ঢাকার উত্তরায় এলকো ফার্মাসিউটিক্যাল নামক একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। দিনাজপুর : বোচাগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে গতকাল রঞ্জিতচন্দ্র শীল (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি বোচাগঞ্জ উপজেলার ডাঙ্গীপাড়া মহল্লার গোবিন্দচন্দ্র শীলের ছেলে। ঝিনাইদহ : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নগর বাথান বাজারে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় আমির হামজা (৩৫) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ বাসযাত্রী। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর