শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বালিতে বিলীন হচ্ছে আমবাগান

পঞ্চগড় প্রতিনিধি

বালিতে বিলীন হচ্ছে আমবাগান

পঞ্চগড়ে করোতোয়া নদীর একটি বালু মহাল থেকে বালু উত্তোলনের ফলে বিলীন হয়ে যাচ্ছে কয়েকশ’ একরের আম বাগান। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন বাগান মালিকেরা। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের এপ্রিল মাস থেকে বোদা উপজেলার কাটুন হাড়ি ও বন্দরমনি ঘাট থেকে বালি উত্তোলন করছে ইজারদাররা। নদীর তীরেই কয়েকশ’ একর জমিতে কয়েকটি আম বাগান করেছেন স্থানীয় কয়েক ব্যক্তি। বালুমহাল থেকে বালি উত্তোলনের ফলে করোতোয়া নদীর পাড় ভেঙে পড়ছে। বিলীন হচ্ছে বাগানের আম গাছ। বাগান মালিকেরা বলেন, প্রায় ২০০ একর জমিতে কয়েক হাজার আমগাছ রয়েছে। এই বাগানগুলোই তাদের আয়ের একমাত্র অবলম্বন। বাগান থেকে প্রতিবছর তারা আম বিক্রি করে সংসার চালান। ইজাদাররা নদীর পার থেকে বালি তোলায় হুমকির মুখে পড়েছে বাগানগুলো। বালি উত্তোলন চলতে থাকলে আগামী বর্ষা মৌসুমে কয়েক একর জমি এবং আমবাগান নদীতে তলিয়ে যাবে। বালুমহালের ইজারাদার আব্দুল মজিদ বলেন, গত বছরের এপ্রিল মাসে জেলা প্রশাসনের কাছ থেকে ৭২ লাখ টাকায় বালুমহাল ইজারা নিয়েছি। আমবাগান তলিয়ে যাচ্ছে এটা আমি জানি না। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য বোদার ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর