শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নওগাঁয় অকেজো পড়ে আছে অ্যাম্বুলেন্স

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অকেজো পড়ে আছে অ্যাম্বুলেন্স

নওগাঁর কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগী আনা-নেওয়ার জন্য চালু করা হয়েছিল ‘ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স’। এর সুবিধা ভোগ করতো প্রত্যন্ত অঞ্চলের মানুষ। কিন্তু সেই অ্যাম্বুলেন্সগুলো বর্তমানে অকেজো পড়ে আছে। জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) থেকে ২০১৫-১৬ অর্থবছরে জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে এই অ্যাম্বুলেন্সগুলো চালু করা হয়েছিল। একেকটি অ্যাম্বুলেন্স তৈরিতে খরচ হয় দুই থেকে আড়াই লাখ টাকা। ব্যাটারি না থাকায় এই অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘদিন থেকে খোলা আকাশের নিচে পড়ে থেকে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ইউনিয়ন পর্যায়ে একটি ভাল উদ্যোগ ছিল। যা ছিল ইউপি চেয়ারম্যানদের সম্পদ এবং দেখভাল তাদেরই করতে হবে। তিনি বলেন, সামনে মিটিং রয়েছে। যেখানে উপজেলা নির্বাহী অফিসাররা আসবেন। অ্যাম্বুলেন্সের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

সর্বশেষ খবর