শিরোনাম
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিন বছরে ৪৬ প্রকল্প বাস্তবায়ন

সোনাতলা পৌরসভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা পৌরসভায় সোয়া তিন বছরে ৩০ কোটি টাকার ৪৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ২০১৬ সালের আগস্টে সোনাতলা পৌরসভার প্রথম নির্বাচন হয়। ওই নির্বাচনে আলহাজ জাহাঙ্গীর আলম নান্নু মেয়র নির্বাচিত হন। তিনি স্থানীয় সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নানের প্রচেষ্টায় ওই প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন বলে মেয়র জানান। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, ব্রিজ কালভার্ট সংস্কার ও নির্মাণ, রাস্তায় লাইটিং, ড্রেন নির্মাণ, মসজিদ মাদ্রাসা সংস্কার ও উন্নয়ন, কবরস্থান উন্নয়ন ও সংস্কার, পানির ফুয়ারা নির্মাণ, হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘর নির্মাণ, পৌর এলাকার গুরুত্বপূর্ণ ৩০টি পয়েন্টে প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন, বিভিন্ন স্থানে স্যানেটারি ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও সংস্কার, ১৪টি স্থানে ইউ ড্রেন নির্মাণ ইত্যাদি। মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম নান্নু পৌরসভাকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শিশু পার্ক নির্মাণসহ গোটা পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে চান। এরই মধ্যে পৌর এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে বলে জানান মেয়র। পৌর এলাকা ভিক্ষুকমুক্ত করা হয়েছে। জুয়া ও মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর