শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিন্ডিকেটে বন্ধ খুচরা ওষুধের কমিশন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সিন্ডিকেট গঠন করে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করায় বিপাকে পড়েছেন রোগীরা। আগে ৫-১০ শতাংশ মূল্য ছাড়ে রোগীরা ওষুধ কিনতে পারলেও কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির বেঁধে দেওয়া নিয়মে ওষুধ বিক্রি করতে ফার্মেসিগুলোকে বাধ্য করা হচ্ছে। এ নিয়ে মানুষের মধ্যে বিরাজ করছে অসন্তোষ। জানা যায়, প্রায় এক মাস ধরে জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে আগের ৫ বা ৭ শতাংশ কমিশনে ওষুধ বিক্রি বন্ধ করে দেন বিক্রেতারা। পরে তারা কোম্পানির এমআরপি রেটে বিক্রি শুরু করে। এতে অনেকটা নাভিশ্বাস ওঠেছে ক্রেতাদের। এদিকে গত বুধবার শহরের প্রায় ১৫টি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিনটি ফার্মেসিকে জারিমানা ও অন্যদের সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর