শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পিকনিকের চাঁদা দিতে না পারায় ১৮ শিক্ষার্থীকে ছাড়পত্র!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে জমিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজনের চাঁদা দিতে না পারায় ১৮ শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক বুধবার এ ছাড়পত্র দেন। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচ শিক্ষার্থী এ দিন বিকালে পার্বতীপুরের ইউএনও শাহনাজ মিথুন মুন্নীর কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ১৮ শিক্ষার্থীর মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণির ৬, সপ্তম শ্রেণির ৩, অষ্টম শ্রেণির ৫ ও নবম শ্রেণির চারজন। শিক্ষার্থীদের অভিযোগ, গত ১০ ফেব্রুয়ারি জমিরহাট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক বনভোজনের আয়োজন করে। প্রত্যেক শিক্ষার্থীর চাঁদা ধরা হয় ৪০০ টাকা। চাঁদা দিতে না পারায় গত বুধবার সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয়। পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থী বনভোজনে অংশ নেয়। একই দিন এলাকার কিছু বখাটে ছেলে পৃথকভাবে আমাদের সঙ্গে একই স্থানে বনভোজনে যায়। এদের সঙ্গে জমিরহাট উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীও ছিল। বখাটেদের সঙ্গে যাওয়ার অপরাধে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি জানান, ভুক্তভোগী পাঁচ শিক্ষার্থীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

 

সর্বশেষ খবর