শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সেই মনোহরগঞ্জ এখন আলোকিত

ফারুক আল শারাহ, লাকসাম

সেই মনোহরগঞ্জ এখন আলোকিত

কুমিল্লার জলাঞ্চলখ্যাত মনোহরগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার মাত্র ১৫ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সুবিধার আওতায় এসেছে। এ উপজেলার প্রতিটি গ্রাম এখন বিদ্যুতের আলোয় আলোকিত। এতে উপজেলার সর্বস্তরের মানুষ মহাখুশি।  জানা যায়, বৃহত্তর লাকসামের দক্ষিণ এলাকার ১১টি ইউনিয়ন নিয়ে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপজেলা হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে এ উপজেলার বিদ্যুতায়নের চিত্র ছিল বেহাল। উপজেলার অধিকাংশ গ্রামই ছিল বিদ্যুতায়ন সুবিধার বাইরে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত বিদ্যুতায়নের চিত্র পাল্টে যেতে থাকে। জলাঞ্চলখ্যাত এ উপজেলার ১৬৬টি গ্রামই এখন বিদ্যুতের আলোয় আলোকিত। শুধু শতভাগ বিদ্যুতায়নই নয়। বিগত সময়ের তুলনায় কমেছে লোডশেডিং। এতে উপজেলার সর্বস্তরের মানুষ মহাখুশি।

বর্তমান সরকারের ‘আমার গ্রাম-আমার শহর, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ’ এ ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে মনে করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭টি জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং ফেনী ১১৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন। ২৩টি উপজেলার মধ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর