শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবারকে মুক্ত করলেন ইউএনও

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে অবরুদ্ধ সেই মুক্তিযোদ্ধা পরিবারকে অবশেষে মুক্ত করলেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। বৃহস্পতিবার রাতে সরেজমিন গিয়ে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের জন্য রাস্তা তৈরি করে দেন তিনি। গতকাল সকাল থেকে মুক্তিযোদ্ধা পরিবার রাস্তা দিয়ে চলাচল করতে পারছে।

উপজেলার দুর্গাপুরের মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও তার ভাগ্নে জহুরুল ইসলামের ছেলে আসাদের মাঝে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় থানায় অভিযোগ দেওয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে বাঁশের বেড়া দিয়ে মুক্তিযোদ্ধা আবুল কাসেমের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে রাস্তা বন্ধ দেখে পুরো পরিবারের ১২ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। অবরুদ্ধ থাকায় ওই পরিবারের চার শিশু বিদ্যালয়েও যেতে পারেনি।

ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, উভয় পক্ষকে নিয়ে সমঝোতা করে মুক্তিযোদ্ধার পরিবারের চলাচলের জন্য সাত ফুট প্রস্থের একটি রাস্তা বের করে দেওয়া হয়েছে। এতে যা খরচ হবে তা দুর্গাপুর ইউপি বহন করবে।

সর্বশেষ খবর