শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইবির বাস দুর্ঘটনায় শিক্ষকসহ আহত ৪০

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফিল্ড ওয়ার্ক শেষে নওগাঁ থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস। গত বৃহস্পতিবার মধ্যরাতে (রাত ১টার দিকে) কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন শিক্ষক ও চালকসহ প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত বুধবার এগ্রি বিজনেস বিষয়ে ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নওগাঁ যায়। ফিল্ড ওয়ার্ক শেষে ‘রাজ মোটরস’ নামে ভাড়ায়চালিত গাড়িতে ক্যাম্পাসের ফেরার পথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিত্তিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং গাছের সঙ্গে বেঁধে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মুর্শিদ আলম বলেন, ‘আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল থেকে ছাড়পত্র দিয়েছে। কয়েক জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র চিকিৎসাধীন রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর