বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বদরুজ্জামান বাঁচতে চান

দিনাজপুর প্রতিনিধি

বাঁচতেন চান বদরুজ্জামান (৩৬)। চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাইকারপাড়ার মৃত খমির আলীর ছেলে তিনি। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। বর্তমানে তিনি দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে শেষ সম্বল জমাজমি বিক্রি করে এখন তিনি নিঃস্ব।

আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সাহায্য-সহযোগিতায় এতদিন চিকিৎসা চলছিল। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাকে ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিনমজুর বদরুজ্জামানের পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না।

দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুর রহমান বলেন, সবার আর্থিক সহযোগিতায় বেঁচে যেতে পারেন অসহায় বদরুজ্জামান।

বদরুজ্জামান জানান, স্ত্রী রোজিনা বেগম, ছেলে মোস্তাকিন ইসলাম ও মেয়ে লিমা আকতারকে নিয়ে তার সংসার। মোস্তাকিন ইসলাম দ্বিতীয় শ্রেণি এবং মেয়ে লিমা আকতার অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে। তিনি আরও জানান, কিডনি প্রতিস্থাপন করতে অন্তত ১৬ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর