বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্রাইম থ্রিলার নাটক ‘মায়াচর’

পঞ্চগড় প্রতিনিধি

ক্রাইম থ্রিলার নাটক ‘মায়াচর’

চার বন্ধুর এক বন্ধুকে পত্রিকার একটি ভুয়া বিজ্ঞাপন দেখানো হয়। পেশায় শিক্ষক ওই বন্ধু বিজ্ঞাপন দেখে স্ত্রী সন্তানদের রেখে কানাডায় প্রবাসী এক মহিলাকে বিয়ে করার জন্য সব সম্পত্তি বিক্রি করতে চায়। সম্পত্তি কিনতে চায় বাকি তিন বন্ধু। এক সময় তাদের সবার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তারা নানা পেশায় যুক্ত থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এক জোসনা রাতে নদীর বালুচরে তারা বেড়াতে গেলে তাদের মধ্যে পরিবর্তন ঘটতে থাকে। তাদের কারও নাক দিয়ে কেঁচো বের হতে থাকে, কারও চোখ দিয়ে মাছ পড়তে থাকে, কেউবা কুকুরে রূপান্তরিত হতে থাকে। কারও হাত মুখ লম্বা হতে থাকে। এ অবস্থায় এক নারীর সঙ্গে দেখা হয় তাদের। সেই রহস্যময় নারী তাদের উদ্দেশে বলেন, তাদের অপরাধের গুপ্ত ইচ্ছা আর ভয়ানক মানসিকতাগুলো এত দিন সুপ্ত ছিল। হঠাৎ তারা সেই সুপ্ত অনুভূতিগুলো কেঁচো, মাছ, তেলাপোকা, সাপ হয়ে বেরিয়ে আসছে। এজন্য তাদের চেহারাতেও পরিবর্তন ঘটছে। এরপর অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এমন কাহিনি নিয়ে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ মঞ্চে নিয়ে আসছে ‘মায়াচর’। ৬৪ জেলায় অনুষ্ঠিত জাতীয় নাটোৎসবে পঞ্চগড়ে ২ দুই দিনের উৎসবে শুরুর দিনে বুধবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে মঞ্চস্থ হবে ‘মায়াচর’। মায়াচর নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হায়দার। অভিনয় করছেন নাসরিন আক্তার, রফিকুল ইসলাম, হাজ্জাজ তানিন, মোস্তাফিজুর রহমান এবং সরকার হায়দার। নাটকটির নির্মাতা সরকার হায়দার জানান, এই সময়ে প্রায় প্রত্যেক মানুষই ইচ্ছা বা অনিচ্ছাতে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। খুব হালকা বিষয়-আশয় যেমন বদনাম, হিংসা আর জেলাসি দিয়ে মানুষ অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছে। এগুলোও এক ধরনের অপরাধ। উৎসবে ২০ ফেব্রুয়ারি একই সময়ে নীলফামারী জেলার ডোমার শিল্প ও সাহিত্য একাডেমি মঞ্চস্থ করবে হুমায়ূন আহমেদের নাটক ১৯৭১। নাটকটি নির্দেশনা দিয়েছেন মিজানুর রহমান সোহাগ ও বাসুদেব রায়।

সর্বশেষ খবর