শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
নিয়ামতপুর ভূমি অফিস

নেই সহকারী কমিশনার ফাঁকা কানুনগোর পদ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভূমি অফিসে প্রায় এক বছর ধরে সহকারী কমিশনার নেই। এছাড়া কানুনগো পদটি শূন্য রয়েছে আট বছরেরও বেশি সময় ধরে। ফলে এ অফিসে সেবা সংক্রান্ত কাজ চলছে ধীরগতিতে। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা নিতে আসা নাগরিকরা। জানা যায়, গ্রাহকরা সেবা নিতে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় সময়মত কাগজপত্রে স্বাক্ষরের অভাবে ঘুরেন দিনের পর দিন। গুরুত্বপূর্ণ এ দুটি পদ ফাঁকা থাকায় ভূমি সংক্রান্ত দাফতরিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমানে সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। আর আট বছর ধরে কানুনগোর দায়িত্ব পালন করছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সার্ভেয়ার। ইউএনও জয়া মারীয়া পেরেরা বলেন, পদ দুটি শূণ্য আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। এরপরও পুনরায় পদ দুটি পূরণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করেছি।

জানা যায়, ২০১৯ সালের এপ্রিল মাসের ১৭ সহকারী কমিশনার আফরোজা খাতুন বদলি হয়ে অন্যত্র চলে গেলে এ পদটি শূন্য হয়। অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকা সিদাইন গ্রামের খোদা বক্সের ছেলে সিরাজুল ইসলাম বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও কানুনগো না থাকায় কোন কাজই সঠিকভাবে ও সময়মত হচ্ছে না। একটি জমি খারিজের জন্য পাঁচ মাস ধরে ঘুরছি। এখানে এলেই একেকবার একেক কাগজ আনতে বলে।

সর্বশেষ খবর