শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

খামারের বর্জ্য খালে, হুমকিতে কৃষি ও মাছ চাষ

ভোলা প্রতিনিধি

ভোলায় আবাসিক এলাকা এবং কানাই নগর খালের পাড়ে একের পর এক গড়ে উঠছে মুরগির খামার। খামারের বর্জ্য খালে ফেলায় দূষিত হচ্ছে খালের পানি। বিশেষ করে শুষ্ক মৌসুমে খালের পানি কমে যাওয়ায় তখন ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ে। অন্যদিকে খালের পানি ব্যবহার করতে না পারায় কৃষি এবং মৎস্য চাষিরা পড়েছেন বিপাকে। সরেজমিনে দেখা যায়, ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলি এলাকায় গড়ে উঠেছে কয়েকটি কৃষি ও মাছের খামার। সম্প্রতি কৃষি জমি ও মছের খামারের পাশে গড়ে উঠেছে কয়েকটি মুরগির খামার। নিময়নীতি না মেনে মুরগির দূষিত বর্জ্য ফেলা হচ্ছে পাশের খালে। এতে নষ্ট হচ্ছে খালের পানি ও আশপাশের পরিবেশ। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ওই খালের পানি কমে যাওয়ায় এখন আর তা ব্যবহার করা যাচ্ছে না। ওই এলাকার জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাছ চাষী শফিউল্লাহ জানান, কানাই নগর খালটি কেন্দ্র করে তিনি প্রায় ১৫ বছর আগে মাছের খামার গড়ে তুলেছেন। ওই খামারে মাছ চাষ করেই জিতেছেন জাতীয় পুরস্কার। বর্তমানে তার তিনটি ঘেরে প্রায় কোটি টাকার মাছ রয়েছে। ওই খালের পাড়ে সম্প্রতি কয়েকটি মুরগির খামার গড়ে উঠেছে। মুরগি খামারিরা পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে খালেই ফেলছে সব বর্জ্য। বর্তমানে পানি সমস্যার কারণে প্রতিদিনই তার ঘেরের মাছ মরছে। তবে মুরগির খামারিদের দাবি, তারা সুন্দর পরিবেশে খামার পরিচালনা করছেন। ব্যক্তিগত কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, কয়েক দিন আগে পরিবেশ দূষণের দায়ে একটি পোলট্রি খামারের জরিমানা করা হয়েছিল। এরপরও যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়া হবে।

সর্বশেষ খবর