শিরোনাম
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন শিথিল

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে ৫ মার্চ পর্যন্ত তাদের আন্দোলন শিথিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষনা দেন। এর আগে ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন না হলে ৬ মার্চ থেকে ঢাকায় ইউজিসি ভবন ঘেরাও ও আমরণ অনশন করার ঘোষণা দেন। এর আগে আন্দোলনকারীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকের তালা খুলে দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। এর পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

সর্বশেষ খবর