শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

নাটোর আইনজীবী সমিতির নির্বাচন

নাটোরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ স¤পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রসাদ কুমার তালুকদার বাচ্চা ও সাধারণ সম্পাদক পদে আবদুল মালেক শেখ। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল চারটি পদে জয়ী হয়েছে। মহিলা স¤পাদিকা পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়ে টাই হওয়ায় ওই পদের ফলাফল ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে ১০টি পদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খগেন্দ্রনাথ রায়।

-নাটোর প্রতিনিধি

আজ নেছারাবাদ দরবার শরিফের মাহফিল শুরু

ঝালকাঠির নেছারাবাদ দরবার শরিফে দুই দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এনএস কামিল মাদ্রাসা ময়দানে বাদ মাগরিব উদ্বোধনী বয়ান করবেন মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী। মাহফিলে তিনি ৫ পর্বে বয়ান করবেন। এ ছাড়াও রবিবার ফজরবাদ সমাপনী বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন তিনি। মাহফিলে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেবেন। -ঝালকাঠি প্রতিনিধি

নিজস্ব সংস্কৃতি চর্চার  মাধ্যমেই ভাষা শহীদদের স্বপ্ন পূরণ হবে’

মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমেই ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের স্বপ্ন পূরণ সম্ভব বলে মন্তব্য করেছেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপÑউপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। গতকাল জেলার কাপাসিয়া উপজেলা গণতন্ত্রী পার্টির আলোচনা সভায় তিনি একথা বলেন। উপজেলা সভাপতি মুক্তিযুদ্ধা এমএ গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় এ সভা হয়। -গাজীপুর প্রতিনিধি

মেধা পুরস্কার বিতরণ

টঙ্গীর মাঝুখান এলাকায় গতকাল  একটিভ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইউব আলী (ফাহিম)। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জোসনা বেগম, প্রধান শিক্ষক ফজলুল হক মাস্টার, লতা হারবালের পরিচালক শাফিজুল ইসলাম,আতিকুর রহমান আতিক ও শিক্ষিকা সানজিদা রহমান রিতু প্রমুখ। -টঙ্গী প্রতিনিধি

আলোচনা সভা

মহান একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভা হয়েছে। গতকাল নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় মাঠে এ সভা হয়েছে। রংধনু গ্রুপের চেয়ারম্যান কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, অ্যাড. আব্দুল আউয়াল, আলতাফ হোসেন, আব্দুল আউয়াল, মোয়াজ্জেম হোসেন, মতিন হোসেন নবী হোসেন আলেক মিয়া প্রমুখ। -রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর