শিরোনাম
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
রাজউকের অভিযান

ফতুল্লায় ভেঙে ফেলা হলো তিন ভবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ফতুল্লার ভূঁইগড় এলাকায় অনুমোদনহীন তিনটি ভবন ভেঙে দিয়েছে রাজউক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তারের নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর অথোরাইজ অফিসার শেখ  তৌফিকুর রহমান জানান, অবৈধভাবে ভবন নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ইবনে সিনা ফুড অ্যান্ড কেমিক্যাল কারখানাকে ১০ লাখ এবং নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এই দুই প্রতিষ্ঠানের অবৈধ ভবনসহ নির্মাণাধীন একটি সাততলা ভবন ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত। সাততলা ভবনের মালিককে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর