শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ

৩৫০ জন হাসপাতালে, বেশিরভাগই শিশু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ

হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়ার রোগীরা

জয়পুরহাটে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে আধুনিক জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা ৮০ ভাগই শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিপুল সংখ্যক ডায়রিয়া আক্রান্ত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।  ডায়রিয়া রোগীর অভিভাবকরা জানান, তাদের সন্তানদের বেশ কয়েকদিন পাতলা পায়খানার সঙ্গে বমি হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেন। এতে উপশম না হওয়ায় শিশুদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডায়রিয়ার জন্য জেলা আধুনিক হাসপাতালে আলাদা ২৫ শয্যা থাকলেও  গড়ে প্রতিদিন সেখানে রোগী ভর্তি হচ্ছেন ৪৫ জন। ফলে হাসপাতালে শয্যা সংকুলান না হওয়ায় অধিকাংশ রোগীকে মেঝেতেই নিতে হচ্ছে চিকিৎসা। এ ছাড়া ডায়েরিয়ার প্রয়োজনীয় সব ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ না পাওয়ার অভিযোগও রয়েছে রোগী ও অভিভাবকের। পাঁচবিবি উপজেলার ফতেহপুর গ্রামের বৃদ্ধা খালেদা বেগম জানান, আমি মেঝেতেই ছিলাম, আজ বেড (বৃহস্পতিবার) পেয়েছি। একই উপজেলার শিশু রোগী আদনানসহ কয়েকজন জানান, ডায়রিয়ার চিকিৎসা বলতে তারা শুধু খাবার স্যালাইন আর জ্বরের ওষুধ হাসপাতাল থেকে পাচ্ছেন। বাকিগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং বাসী খাবার না খাওয়াসহ নানা পরামর্শ ও চিকিৎসা সেবা দিচ্ছেন। শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় রোগীকে মেঝেতে রাখার কথা স্বীকার করে রোগীদের জন্য সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানান। তিনি বলেন, ডায়রিয়া নিয়ে হাসতাপালে রোগীর মধ্যে শতকরা ৮০ ভাগই শিশু। অবশিষ্ট প্রায় সবাই বৃদ্ধ।

সর্বশেষ খবর