শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ধর্ষণ মামলায় ছয় জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

ধর্ষণ মামলায় ছয় জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে তরুণী ধর্ষণ মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানা আদায় করে নির্যাতিত তরুণীকে দেওয়ার জন্য জলা প্রশাসককে আদেশ দেওয়া হয়। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির গতকাল এ রায় দেন। যাবজ্জীবন দন্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার পার পাচিল গ্রামের মোজাহার আলীর ছেলে রাসেল, ভাটপিয়ারী গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল, দানেজ আলীর ছেলে রাজ্জাক, পার পাচিল গ্রামের সুলতানের ছেলে নাজমুল, একই গ্রামের নুরু ও আলতাফের ছেলে মোমিন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ভাটপিয়ারীর ওই তরুণীর সঙ্গে পাচিল গ্রামের রাসেলের মোবাইল ফোনে প্রেম হয়। ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যমুনা নদীর ভাটপিয়ার চরে আসতে বলে রাসেল। মেয়েটি সেখানে গেলে প্রেমিক তার কয়েক সহযোগীকে ফোন করে ডেকে এনে তাকে গণধর্ষণ করে।

সর্বশেষ খবর