শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আউটডোরে রোগী দেখেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

বদরগঞ্জ ৫০ শয্যার হাসপাতাল

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। আর আউটডোরে মেডিকেল অফিসারের পরিবর্তে রোগী দেখছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারের বাধ্যতামূলক আবাসিক ভবনে অবস্থান করার বিধান রয়েছে কিন্তু তারা আসেন রংপুর থেকে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে প্রতিদিন ২০-২৫ জন রোগী ভর্তি হন। ৫০ শয্যার ভবনটিতে অপারেশন থিয়েটারসহ সব সুযোগ-সুবিধা থাকলেও সেবা থেকে বঞ্চিত রোগীরা। কাটাছেঁড়া রোগীদের ড্রেসিং ও সেলাইয়ের কাজ করেন আয়া-পিয়ন। এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও অপারেটর না থাকায় এ সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেন সব অভিযোগ অস্বীকার করে জানান, ডাক্তাররা নিয়মিত রোগী দেখেন। তাদের সহায়তা করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা।

সর্বশেষ খবর