শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
নির্যাতন ও হামলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষার্থী নির্যাতন ও হামলার ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে হামলা-নির্যাতনের ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস গতকাল রাত সাড়ে ৮টায় এই তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক বহিষ্কৃতরা হলেন- ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আল সামাদ শান্ত এবং বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তাহমিদ জামান নাভিদ। গতকাল রাতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৫ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। এই তদন্ত কমিটির প্রধান হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলম এবং দুই সদস্য শেরেবাংলা হলের আবাসিক শিক্ষক সাদমান শাকিব বিন রহমান ও সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শেরেবাংলা হলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে।

সর্বশেষ খবর