শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কৃষকের পাঁচ গরুসহ বসতবাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কৃষকের বসতবাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমানিকা গ্রামে কৃষক মহাতাব উদ্দিন ও মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে কৃষক মহাতাব উদ্দিন প্রতিদিনের মতো গোয়ালঘরে মশা মারার কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়ালে পড়ে থাকা খড়ে ছড়িয়ে পড়ে ও মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোয়ালঘরটি জ্বালিয়ে বসতবাড়ির ঘর জ্বালাতে শুরু করলে বাড়ির লোকজন টের পায়।

এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংবাদ পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়ালঘরে থাকা কৃষক মহাতাব উদ্দিনের পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের প্রায় ৪ লাখ ক্ষতি হয়েছে।

এছাড়া কৃষক মোসলেম উদ্দিনের আগুনের লেলিহান শিখায় ঘরসহ ঘরে থাকা ধান, চাল, কাপড়, আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে এলাকাবাসী জানান। বগুড়ার নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে গোয়ালঘরে মশার কয়েল থেকে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সর্বশেষ খবর