শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাবার চোখ উৎপাটনের বিচার চায় দুই শিশু

বাগেরহাট প্রতিনিধি

বাবার চোখ উৎপাটনের বিচার চায় দুই শিশু

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ  নেতা নাজমুল হাসান রানার চোখ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল- প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় এসব কর্মসূচিতে নাজমুল হাসান রানার দুই শিশুকন্যা শাহারা আক্তার (৮) ও তামান্না আক্তার (৬) অংশ নিয়ে বাবার ওপর চালানো নির্যাতনের জন্য অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন। মিছিল ও প্রতিবাদ সভায় রানার দুই শিশুকন্যা ছাড়াও তার বড় ভাই মো. ফারুক হাওলাদার, আওয়ামী লীগ নেতা মোশারেফ  হোসেন, মোস্তফা হাওলাদার, খোকন হাওলাদার, মনিরুজ্জামান বিজয়, বাহাদুর খান, খায়রুল ইসলাম বাবু, শাহিদা বেগম, রোকেয়া বেগম, ফরিদা বেগমসহ অনেকে বক্তৃতা করেন। ২৫ ফেব্রুয়ারি রানার বড় ভাই ফারুক হাওলাদার মোরেলগঞ্জ থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে। মৎস্য খামার নিয়ে বিরোধের জেরে গত ২৪ ফেব্রুয়ারি রাতে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা রানার ওপর হামলা চালিয়ে হাত-পা  ভেঙে ধারালো অস্ত্র দিয়ে একটি চোখ উপড়ে ও অপর চোখটি খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে  রাখে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

সর্বশেষ খবর