শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাকরি স্থায়ী করার দাবি ১৪ হাজার মাঠকর্মীর

কমিউনিটি ক্লিনিক

কুমিল্লা প্রতিনিধি

কমিউনিটি ক্লিনিকের ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। এ নিয়ে তারা দেশব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে আসছেন। সিএইচসিপিদের দাবি, মৃত্যুর পর শুধু শোকবার্তা নয় পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। কুমিল্লা জেলায় রয়েছেন ৪৯৭ জন সিএইচসিপি।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন কুমিল্লা সদর উপজেলার সাধারণ সম্পাদক বি জে এম তাহসিন আলী শাহ বলেন, ‘এই চাকরি স্থায়ী হবে বলে ভালো চাকরির জন্য আবেদন করিনি। এখন আবেদন করার বয়স আর নেই। অনিশ্চয়তার মধ্যে ৯ বছর কেটে গেছে। ফেনী ছাগলনাইয়ায় কর্মরত সিএইচসিপি কাজী সুলতানুল আরেফিন বলেন, সারা দেশে ১৪ হাজারের মতো ক্লিনিক রয়েছে। সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের স্বপ্ন দেখানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিক দায়িত্ব পালনকালে ২৬ জন সিএইচসিপি মারা গেছেন। সরকার বা প্রকল্পের পক্ষ থেকে কর্মীর পরিবারকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। শুধু একটি শোকবার্তা পাঠানো হয়। লাকসামের নোয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মারিয়া নূর জাহান বলেন, ‘নয় বছর ধরে একই বেতনে কাজ করছি। চাকরি স্থায়ী হয়নি। একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় কাটে।’ কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘সিএইচসিপিদের দাবির বিষয়ে আমরা অবগত রয়েছি। তারা ভালো সুবিধা পেলে তৃণমূলের স্বাস্থ্য সেবার আরও উন্নতি হবে।’  কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস বলেন, প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক নিয়ে একটি ট্রাস্ট গঠন করেছেন। অফিস গোছাতে সময় লাগছে। আশা করছি সিএইচসিপিরা শিগগিরই ভালো খবর পাবেন।

সর্বশেষ খবর