শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় চক্ষু চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়। সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে চিকিৎসা সহায়তা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ চিকিৎসা সহায়তা কেন্দ্রের সভাপতি ডা. আনোয়ার জাহিদ বলেন, ক্যাম্পে এক হাজার ২০০ রোগীকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এর মধ্য থেকে ৬০০ রোগী বাছাই করে তাদের ছানি অপারেশন করার জন্য বসুন্ধরা আই হসপিটালে পাঠানো হবে।

তিনি বলেন, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. আবদুল খালেকের নেতৃত্বে ডা. শাহাদাত হোসেন, ডা. আনিসুর রহমান সরকার এবং ডা. রুবেল চিকিৎসা সেবা প্রদান করেন। এদের সহায়তা করেন জহিরুল ইসলাম মাখনসহ স্বেচ্ছাসেবীরা।

সর্বশেষ খবর