শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- যশোর : যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া-গাইদঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা আরও একজন আহত হন। নিহতরা হলেন ট্রাকচালক আল আমিন (২৬) ও পথচারী বরুয়া বেগম (৭৫)। গোপালগঞ্জ : কাশিয়ানীতে মাইক্রোবাসচাপায় মো. ইদ্রিস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে ঢাকান্ডখুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চরচাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি একই এলাকার মৃত ইমতাজ মোল্লার ছেলে। ভাঙ্গা : ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের বগাইল নামক স্থানে ঢাকান্ডখুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য ইউনুস শিকদার (৫০)। গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইউনুস শিকদার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের কাঞ্চন শিকদারের পুত্র। পাবনা :  পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)। চট্টগ্রাম :  চট্টগ্রামে একটি টেম্পো উল্টে মো. রফিক নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নগরীর কোতোয়ালি থানাধীন রাইফেল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক কিশোরগঞ্জ জেলার সিরাজ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামে দিনমজুর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতেন। নোয়াখালী :  জেলা শহরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জসীম উদ্দীন সেখ (৪৫) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা শহর মাইজদী পৌরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে রিকশার ধাক্কা লেগে মাথায় মারাত্মক আঘাত পেয়ে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হসপিটালে নেওয়া হলে বিকাল ৫টা ২০ মিনিটে তিনি মারা যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর