শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

কাল থেকে দুই  মাস ইলিশ ধরা নিষিদ্ধ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশের পোনা (জাটকা) রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা সরকার অভয়াশ্রম ঘোষণা করেছে। -চাঁদপুর প্রতিনিধি

রূপগঞ্জে সংঘর্ষ  গ্রেফতার ১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার গ্রুপের পক্ষে ছাত্রলীগ কর্মী তারেক আহমেদ ও  ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালার গ্রুপের পক্ষে তার স্ত্রী মুন্নি আক্তার বাদী হয়ে মামলা দুটি করেন।  এ ঘটনায় উভয় পক্ষের  ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

-রূপগঞ্জ প্রতিনিধি

শোক র‌্যালি

নারায়নগঞ্জের রূপগঞ্জে ইজিবাইক চাপায় নিহত শিশু শুভ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও শোক র‌্যালি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ফাউন্ডেশন। গতকাল বিকালে উপজেলার চনপাড়া এলাকায় এ মানববন্ধন ও শোক র‌্যালি হয়। উপস্থিত ছিলেন  নূর আলম মুন, মনির হোসেন, খালেদ মাহমুদ, সাদ্দাম হোসেনসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা ড্রাইভিং লাইসেন্সবিহীন, অপ্রাপ্ত বয়স্ক, মাদকাসক্ত ড্রাইভার দ্বারা চালিত অবৈধ ইজিবাইক বন্ধ করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

-রূপগঞ্জ প্রতিনিধি

বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিরামপুর  পৌর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. দেলোয়ার হোসেন বিরামপুর পৌর শহরের ঈদগাহ আবাসিক এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।

-দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর