রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

মারধর মামলায় শিশু আসামি

ওসি বললেন বিষয়টি ফালতু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শিশু ইব্রাহিম। বয়স ৯-১০ বছর। একটি মারধর মামলার আসামি সে। বাবা-মা ও চাচির সঙ্গে কয়েকবার আদালতে গেছে জামিন প্রার্থনার জন্য। তবে পুলিশের প্রতিবেদনে তার বয়স দেখানো হয়েছে ২২ বছর। আর ওসি বলছেন, মামলার বিষয়টি ফালতু। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। মামলার আর্জিতে বলা হয়, স্থানীয় আবদুস সাত্তারসহ ১০ জনের বিরুদ্ধে গত ১৫ অক্টোবর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে শাহেনা বেগম একটি অভিযোগ দেন। থানায় পাঠালে ওসি তা ডায়েরিভুক্ত করে এএসআই হেলাল চৌধুরীকে তদন্তের নির্দেশ দেন। অভিযোগটি যখন থানায় দেওয়া হয় তখন জেলে ছিলেন আবদুস সাত্তার ও তার ছেলে জাবেদ। ওই থানার এসআই রফিকুল ইসলাম শাহেনার করা আরেক মামলায় তাদের ৭ অক্টোবর আদালতে সোপর্দ করেছিলেন। ২৪ অক্টোবর জামিনে মুক্তি পান সাত্তার ও জাবেদ। গত ২৫ নভেম্বর মারধরের ঘটনায় এএসআই হেলাল আদালতে প্রতিবেদন জমা দেন। এতে উল্লেখ করেন, আদালতের অনুমতি পেয়ে অধিকতর তদন্ত করে শিশু ইব্রাহিমসহ ১০ জনের বিরুদ্ধে অপরাধ করার সত্যতা পান। তাদের বিরুদ্ধে সরাইল থানায় নন এফআইআর প্রসিকিউশন দাখিল করেন। এ বিষয়ে এএসআই হেলাল চৌধুরী সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, বাদী-সাক্ষী যদি কোনো ভুল তথ্য দেয়, আইও যদি সেটার পরিপ্রেক্ষিতে কাজ করে এটা কি মামলা হয় নাকি? এটা-তো মামলা হওয়ার বিষয়ই না। ফালতু বিষয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর