রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাওরে ফসলহানি হলে দায় পাউবোর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষার জন্য সরকারি উদ্যোগে বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শেষ না করায় উদ্বেগ জানিয়েছে হাওর বাঁচাও আন্দোলন। হাওরে ফসলডুবির ঘটনা ঘটলে এর দায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটির নেতারা। জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে গতকাল চলতি বোরো মৌসুমে হাওরে বাঁধ নির্মাণের অগ্রগতি ও কাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের সংশোধিত কাবিটা নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার ১১টি উপজেলার হাওরে ফসলরক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের দাবি, সংশ্লিষ্টরা এ পর্যন্ত বাঁধের ৬০ ভাগ কাজ শেষ করেছে। এমন পরিস্থিতিতে আগাম বন্যা হলে হাওরে প্রায় সোয়া দুই লাখ হেক্টর জমির বোরো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজন সেন রায়। সংবাদ সম্মেলনে বলা হয়, এবারও জেলার বিভিন্ন উপজেলায় বাঁধ নির্মাণের জন্য সরকারি বরাদ্দের টাকা লুটপাট হচ্ছে। স্বজনপ্রীতি, কর্মীতুষ্টিকরণে ব্যবহৃত হচ্ছে। নীতিমালা অনুযায়ী কাজ না করে ব্যাপক অনিয়ন-দুর্নীতি করা হচ্ছে।

সর্বশেষ খবর