রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিঅ্যান্ডএফ কার্যালয়ে তালা ঝুলছে ১১ দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে গত ২০ ফেব্রুয়ারি থেকে তালা ঝুলছে। অ্যাসোসিয়েশনের পূর্বের কমিটি ও প্রতিদ্বন্দ্বী অপর একটি কমিটি গঠন করে কার্যালয় দখল নিয়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তালা ঝুলিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসে দায়িত্বরত সহকারী কমিশনার সাইফুর রহমান জানান বর্তমানে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুটি কমিটি। একটি কমিটি বিদ্যমান থাকার পরও অপর একটি কমিটি গঠিত হয়েছে। দুটি কমিটির মধ্যে কার্যালয়ের দখল নিয়ে যে কোন মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এ আশঙ্কায় কার্যালয়ে অতিরিক্ত একটি তালা দেওয়া হয়েছে। তিনি বলেন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন একটি বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু এ কার্যালয় কাস্টমস বিভাগের সরকারি জমিতে অবস্থিত। ইতোপূর্বে কাস্টমস কর্তৃপক্ষ এসোসিয়েশনের কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য একাধিকরার বলা হলেও সরানো হয়নি। বর্তমানে দুটি কমিটি সৃষ্টি হওয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ খবর