রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করেছে জেলা প্রশাসন। গতকাল দিবাগত রাতে গোপন খবরে শহরের বোষপাড়ায় বাল্যবিয়ে বন্ধে অভিযান চালায় তারা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান জানান, রাত আড়াইটার দিকে শহরের বোষপাড়ায় এক বাসায় বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পায় প্রশাসন। সেখানে গিয়ে বোষপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী সাবিনার (১৫) বিয়ে বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলের বাবা আব্দুল আলী ও মেয়ের বাবা সাদেককে ১০ হাজার টাকা জারিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

এছাড়া বর ও কনেকে এবং এ কাজে সহায়তা করার জন্য বাড়ির মালিক জাহাঙ্গীরের কাছে মুচলেকা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর