রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘স্বাধীনতাবিরোধীরা জয় বাংলাকে মুছে ফেলার চেষ্টা করেছিল’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। স্বাধীনতাবিরোধী চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও জয় বাংলাকে মুছে ফেলার চেষ্টা করেছিল। ১৯৭৬ সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সাড়ে ৪ লাখ আওয়ামী লীগ নেতা-কর্মীকে গুম, খুন, হত্যা ও গ্রেফতার করেছিল।’ চাঁপাইনবাগগঞ্জের ভোলাহাটে মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গতকাল প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। ইঞ্জিনিয়ার আমিনুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নুরুল ইসলাম ঠা-ু, বেগম আক্তার জাহান, আবদুল ওদুদ, জিয়াউর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন মঈনুদ্দিন মন্ডল। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ডা. আশরাফুল হক চুনু সভাপতি ও ইয়াসিন আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ খবর