রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

নৈতিক শিক্ষা না থাকলে সমাজ সুন্দর হবে না

পঞ্চগড় প্রতিনিধি

নৈতিক শিক্ষা না থাকলে সমাজ সুন্দর হবে না

নৈতিক ও মূল্যবোধ শিক্ষা বাধ্যতামূলক না করলে সমাজ সুন্দর হবে না। জিপিএ-৫ অর্জন জীবনের লক্ষ্য বানানো যাবে না। ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে দারুল আজহার মডেল মাদরাসার পঞ্চগড়, ঢাকা, সিলেট, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ওসমানী নগর ক্যাম্পাসের ১০৪ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান ক্যাম্পাস রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল আজহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহিদুল ইসলাম ইউনুস। দারুল আজহার মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লে. কর্নেল এম. মুসলিম উদ্দিন (অব.), মাওলানা মনজুরে মাওলা, অ্যাড. মিজানুর রহমান, মুহাম্মদ এনামুল হক হাসান, শাহাব উদ্দিন আহমদ খন্দকার,  অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা লোকমান সাইফী, মাওলানা শরীফুল ইসলাম, খায়রুল আলম, মাওলানা আজিজুল হক।

সর্বশেষ খবর