রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

গণহিস্টিরিয়ায় আক্রান্ত ২৬ শ্রমিক হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি

দিনাজপুরে গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে গতকাল ২৬ জন শ্রমিক সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা জেলা শহরের মধ্য হাড়োয়ায় অবস্থিত পরচুলা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গাল টাইমিং ম্যানুফ্যাকচারিংয়ের শ্রমিক। সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আশিকুর রহমান জানান, এটা মনস্তাত্বিক রোগ। একজন আক্রান্ত হলে আরেকজন আক্রান্ত হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লাকি আক্তার নামে এক শ্রমিক বলেন, শনিবার সকাল ৭টার দিকে আমরা কারখানায় প্রবেশ করি। ১০টার দিকে এক সহকর্মী অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিষ্ঠানের জুনিয়র নির্বাহী আবু বকর জানান, এরপর অন্তত আরও ২৫ জন অসুস্থ হন। তাদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, শ্রমিকরা ভালো রয়েছেন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আবু হেনা মোস্তফা কামাল বলেন, যারা এসেছেন সবাই ভালো আছেন। ভয়ের কিছু নেই।

সর্বশেষ খবর