সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

গৌরীপুর উপজেলায় বিষাদের ছায়া

ময়মনসিংহ প্রতিনিধি

শনিবার রাতে নেত্রকোনার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থীর মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নেমে এসেছে বিষাদের ছায়া। শোকে স্তব্ধ মানুষজন। একই গ্রামের চারজনের অকালে এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না কেউই। নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে বাড়িতে যাচ্ছেন গ্রামের লোকজন।

গতকাল সকালে নিহতদের বাড়িতে গিয়েও দেখা যায়, স্বজনদের কান্নাকাটির রোল আর চারদিকে গগনবিদারী আহাজারির শব্দ। ইয়াসীনের মা রাবেয়া অনবরত কান্না করছিলেন। একই অবস্থা মাহবুবুল আলমের বাড়িতেও। তার পিতা ছমির উদ্দীন এবং মা মাজেদা বেগম কেঁদে কেঁদে বারবার সৃষ্টিকর্তার নিকট আকুতি জানাচ্ছিলেন তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য। একই অবস্থা তাদেরই প্রতিবেশী আশরাফুল এবং রাকিবুলের বাড়িতেও। গতকাল বেলা ১১টায় স্থানীয় হাজী আমির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে নিহত চার শিক্ষার্থীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শত শত লোক অংশগ্রহণ করেন।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের মরদেহ শনিবার দিবাগত রাত ২টার দিকে নিয়ে এলে আমির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে রাখা হয়। তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শনিবার রাত সাড়ে ৮টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় চারজন শিক্ষার্থী প্রাণ হারায়। তারা হলোÑ হাজী আমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবুল হকের ছেলে আশরাফুল আলম (১৫), একই স্কুলের নবম শ্রেণির ছাত্র রমজান আলী খানের ছেলে রাকিবুল ইসলাম (১৪), এতিমখানার শিশু ছাত্র মৃত আবদুল মজিদের ছেলে ইয়াছিন মিয়া (১১) ও এম এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী তারাকান্দা উপজেলা বিসকা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মাহাবুল ইসলাম (১৬)। নিহতরা গৌরীপুর উপজেলার শালীহর গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর