সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

ক্লাসে ছাদের পলেস্তারা ধসে পড়ল ছাত্রীর মাথায়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ছাদের পলেস্তারা ধসে নূরজাহান নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মাথায় পড়েছে। এতে তার মাথা ফেটে গেছে। ওই শিক্ষার্থী দাড়িয়াপুর গ্রামের পশু চিকিৎসক মো. আলমগীর হোসেনের মেয়ে। রবিবার স্কুলটি পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন। দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, শনিবার সহকারী শিক্ষিকা লাইলি আক্তার বাংলা ক্লাস নিচ্ছিলেন। পঞ্চম শ্রেণি কক্ষের ছাদের পলেস্তারা ধসে নূরজাহান নামে এক ছাত্রীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তাকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালে ফেটে যাওয়া মাথার অংশে সেলাই করা হয়। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তিনি আরও বলেন, ১৯৯৫ সালে বিদ্যালয়টি বেসরকারি থাকাকালীন ভবনটি নির্মাণ হয়েছিল। পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবনের জন্য আবেদনও করেছিলাম। কর্তৃপক্ষ জানিয়েছেন পর্যায়ক্রমে ভবনের বরাদ্দ দেওয়া হবে। এরই মধ্যে দুর্ঘটনা ঘটে গেল। উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে টিনের ঘরে নেওয়া হয়েছে।

 নতুন ভবনের সয়েল টেস্ট হয়ে গেছে। তবে কাজ শুরু হতে দেরি হচ্ছে। ছাত্রীটি এখনো চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

সর্বশেষ খবর