মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

ট্রাক্টরে বেহাল রাস্তাঘাট

শব্দ দূষণ-ধুলায় অতিষ্ঠ জনজীবন

টাঙ্গাইল প্রতিনিধি

ট্রাক্টরে বেহাল রাস্তাঘাট

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক্টরের দৌরাত্ম্যে বেহাল অবস্থা হয়েছে রাস্তা-ঘাটের। ট্রাক্টরের বিকট শব্দ আর ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রতিদিন এ সব ট্রাক্টর-ট্রলিতে বালু, মাটি, ইটসহ অন্য মালামাল পরিবহন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকরা ট্রাক্টর চালিয়ে থাকে। তাদের ট্রাফিক আইন সম্পর্কেও তেমন ধারণা নেই। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানের আবাদী জমি, নদী-নালা থেকে অবৈধভাবে ভেকু বা ড্রেজার দিয়ে উত্তোলিত বালু-মাটি নিয়ে বিভিন্ন এলাকার পুকুর, জলাশয়, বসতভিটা ভরাট অথবা ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে এ কার্যক্রম। এতে দিনে রাস্তার কাছে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের একা পাঠাতে ভয় পান অভিভাবকরা। বালু ও মাটিভর্তি ট্রাক্টরের শব্দে আশপাশের শিশুরা দিনের বেলা ঘুমাতেও পারে না। তাছাড়া শব্দ দূষণ ও ধুলাবালিতে রাস্তার পাশের পরিবেশ দূষিত হচ্ছে। এ সব এলাকার লোকজন আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট রোগসহ নানা রোগে। অপরদিকে অতিমাত্রায় অবৈধ এ সব গাড়ি চলাচলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ রাস্তাঘাট ভেঙে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ছে। ধনবাড়ী পৌরসভার কলেজপাড়ার বাসিন্দা আব্দুছ ছামাদ জানান, ট্রাক্টরের ভয়ে রাস্তায় ঠিকমত চলাচল করা যায় না। পথচারী ছাড়াও ওইসব রাস্তায় চলাচলকারী ছোট যানবাহনকে ট্রাক্টরকে জায়গা দিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। অনভিজ্ঞ ও কম বয়সী চালকরা পাল্লা দিয়ে গাড়ি চালাতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। ধনবাড়ীর ইউএনও আরিফা সিদ্দিকা বলেন, যে সব ট্রাক্টর ও ট্রলি অবৈধভাবে চলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর