মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

যানজট নিরসনে লাঠি হাতে রাস্তায় পৌরমেয়র

ফরিদপুর প্রতিনিধি

যানজট নিরসনে লাঠি হাতে রাস্তায় পৌরমেয়র

লাঠি হাতে পৌরমেয়র মাহতাব আলী

ফরিদপুর পৌর এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট লেগেই থাকে। দীর্ঘদিন ধরে ফুটপাথ দখলমুক্ত, যানজট নিরসনে অটোরিকশা বন্ধ ও দুদিন দুই রঙের ইজিবাইক চলাচলের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। মাঝে মধ্যে তারা উদ্যোগ বাস্তবায়নে মাঠে নামলেও নানা বাধার কারণে তারা সফল হতে পারছিল না। ২৯ ফেব্রুয়ারি থেকে অটোরিকশা বন্ধ এবং ইজিবাইকের শৃঙ্খলায় ফিরিয়ে আনতে চালকদের সময় বেধে দেয় পৌর কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে চালকরা সেই নির্দেশ কার্যকর না করায় শহরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে অটোরিকশা বন্ধ ও লাইসেন্সবিহীন ইজিবাইকের বিরুদ্ধে মাঠে নামেন পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু। গতকাল সকাল থেকে তিনি লাঠিহাতে রাস্তায় নেমে যানজট নিরসনসহ অবৈধ অটোরিকশা এবং ইজিবাইক আটক করতে থাকেন।

 

সর্বশেষ খবর